কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ডেক্সামিথাশন ট্যাবলেট, নকল বিড়ি ও কারেন্ট জাল উদ্ধার করেছে। গত দুই দিনে আলাদা অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, বুধবার (০৩ সেপ্টেম্বর) ভোররাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর পাড় এলাকায় অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৪৫৩১ হাবিলদার মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভারতীয় ৫০০ কেজি কারেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। এর আগে একইদিন ভোর ৪টার দিকে চিলমারী সীমান্ত এলাকায় জেসিও-৯৯৮৬ নায়েব সুবেদার মো. বিল্লাল হোসেন মিনার নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় ৫০ বোতল মদ ও ৬০০ প্যাকেট নকল পাতার বিড়ি জব্দ করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পশ্চিম ধর্মদাহ সীমান্ত এলাকা থেকে হাবিলদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় ২৯ বোতল মদ আটক করা হয়। এর আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ভারতীয় মদ, ডেক্সামিথাশন ট্যাবলেট এবং কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হয়েছে। আর অবৈধ বিড়ি কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যে কোনো ধরনের চোরাকারবার দমন ও মাদক আটক অব্যাহত থাকবে।
পূর্ববর্তী পোস্ট