Home » কুষ্টিয়ায় ডিসি-এসপির সঙ্গে শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ায় ডিসি-এসপির সঙ্গে শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 30 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ায় জেলা প্রশাসনের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার পর শহরের বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া আদালতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ।

কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়, মোকাররম হোসেন কুষ্টিয়া পৌরসভার ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের সদস্য। তিনি কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি। কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক। তিনি ৫ আগস্ট কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তামজিদ হোসেন নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২নং আসামি। ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় আসিফ নামে এক যুবক বাদী হয়ে একটি হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

গতকাল সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সারিতে তাকে দেখা যায়। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর বিকেলে ওই আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেনকে গ্রেপ্তারে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ মাঠে নামে।

কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, মোকাররম হোসেনকে আদালতে নেওয়া হয়েছে। এখনো আদালতে তোলা হয়নি।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ বলেন, কুষ্টিয়া মডেল থানায় গত ১৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.