৫ দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের চৌড়হাস থেকে মিছিল বের হয়। পরে পৌরসভার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর আবুল হাশেম, কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা, কেন্দ্রীয় শূরা সদস্য ফরহাদ হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। দেশে এখন কোন সংবিধান নাই। দেশ চলছে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খার ভিত্তিতে। তাই আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। পাশাপাশি পি আর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না।
পূর্ববর্তী পোস্ট