ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়া জামায়াত নেতার সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি দিয়েছেন ওই নেতার ভাই হাসান আলী।
বুধবার দুপুর ২টার দিকে শহরের উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত হাসান আলী কমলাপুর গ্রামের মোবাশের আলীর ছেলে এবং ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত।
নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মিশন আলী জানান, তিনি উপজেলা কৃষি অফিসে পেশাগত দায়িত্ব পালন শেষে বের হয়ে আসার সময় হাসান আলী তার গতিরোধ করেন। এরপর তিনি মিশন আলীকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং “দেখে নেব” ধরণের হুমকি দেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েন সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর বিল্লাল হোসেন। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার ভাই হাসান আলীর এমন আচরণ লক্ষ্য করা যায়।
এদিকে, দৈনিক কালেরকণ্ঠ ও অনলাইন নিউজ পোর্টাল সবুজদেশ নিউজ ডটকমে সংবাদ প্রকাশের কারণে জামায়াত নেতা বিল্লাল হোসেন কালেরকণ্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকারের নামে থানায় জিডি করেছেন। এর আগে তিনি মোবাইল ফোনে নয়নকে হত্যার হুমকি দিয়েছিলেন।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ এলে অবশ্যই তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক মিশন আলীকে হুমকি ও গালাগালের ঘটনায় এবং নয়ন খন্দকারের নামে মিথ্যা জিডি দায়েরের ঘটনায় ঝিনাইদহ প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হাসান আলীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।