Home » কাজিপুর ইউনিয়ন বিএনপির পথসভা অনুষ্ঠিত

কাজিপুর ইউনিয়ন বিএনপির পথসভা অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 36 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) বিকেলে কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া বাজারে এ পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় প্রার্থীর কর্মসূচিতে ভোটারদের মতামত জানা, সরকারের ব্যর্থতা তুলে ধরা ও বিএনপির ৩১ দফা দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় পথসভায়।

কাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। বক্তৃতাকালে তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের পথে এগিয়ে নেবে। এই ৩১ দফার মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন ব্যবস্থার সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ মৌলিক বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অপশাসন, জুলুম, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় বক্তারা বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে ভোট ও গণতন্ত্র ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোন ধরনের সহিংসতা বিএনপি বিশ্বাস করে না। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি। নির্বাচনের পূর্বে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। আর জনগণ যদি সুষ্ঠু পরিবেশ পায় তাহলে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। পথসভা শেষে বাজারের বিভিন্ন স্থানে সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.