Home » এবার কুষ্টিয়ায় এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

এবার কুষ্টিয়ায় এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 16 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় মরমি সাধক লালন শাহের আখড়াবাড়িতে এবার এক দিনে শেষ হবে দোলপূর্ণিমা বা স্মরণোৎসব উদ্‌যাপন। সেই সঙ্গে থাকছে না আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা।

আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে লালন স্মরণোৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পবিত্র মাহে রমজানের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবছর ফাল্গুন মাসের শেষদিকে লালনের আখড়াবাড়িতে দোলপূর্ণিমা বা স্মরণোৎসব উদ্‌যাপন করা হয়। এবারের উৎসবে শুধু মূল আচার-অনুষ্ঠান রাখার দাবি তোলেন বাউল-ভক্তরা।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌফিকুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বাউল ফিরোজ সাঁই, রাজ্জাক সাঁই, শফি সাঁই, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, নাগরিক প্রতিনিধি আলমাস হোসেন মামুন প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. আব্দুল ওয়াদুদ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, লালন একাডেমির পক্ষ থেকে ১৩ মার্চ সন্ধ্যা ও রাতে বাউল, ভক্ত, ফকিরদের ‘বাল্যসেবা’ দেওয়া হবে। তবে পরদিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিরেরা নিজস্ব উদ্যোগে ‘পূর্ণসেবা’ নেবেন।

এ সময় এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, স্মরণোৎসবকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি সেখানে মাদক সেবন বা বিক্রি করেন, তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাডেমি সূত্রে জানা গেছে, মরমি সাধক লালন শাহ তাঁর জীবদ্দশায় প্রতিবছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোলপূর্ণিমা তিথিতে আখড়ায় স্মরণোৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোলপূর্ণিমায় লালনের ভক্ত-অনুসারী ও বাউলেরা অনুষ্ঠান উদ্‌যাপন করে আসছেন।

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.