“দৈনিক সূর্যোদয়”
কাজী অহিদুল ইসলাম
আলোক রশ্মি ছড়িয়ে দৈনিক সূর্যোদয়, বুকে সাহস চলেছে অকুতভয়। লক্ষ্যপূরণে সে তো বারবার করবে জয়, কালো অমন নেশা কাটবে হবেনা তার ক্ষয়।
সেতু বন্ধনে সদায় বন্ধুত্ব গড়ছে আজ, মনের মাধুরী নিয়ে খুলছে কাগজের ভাজ। অক্লান্ত পরিশ্রম করে যারা করছে কাজ, নতুন রূপে এসে সেজেছে রঙিন সাজ ।
রাতের নীরবতায় হাজার খবরে করে সৃষ্টি, গীতাঞ্জলীর মত থাকবে পাঠকের হৃদয়ে দূষ্টি।