Home » আলমডাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে যুবককে পুড়িয়ে হত্যা

আলমডাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে যুবককে পুড়িয়ে হত্যা

কর্তৃক Shariar Imran Mati
আলমডাঙ্গা প্রতিনিধি 106 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরে সবুজ (২৩) নামের এক যুবককে মোটরসাইকেলের সঙ্গে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতের যে কোনো সময় উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। সবুজ পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতো বলে জানা গেছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। বিস্তারিত পরে জানাব।

ডাউকি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনোয়ার হোসেন বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি, নিহত সবুজ এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতো। কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে আমার জানা নেই। পুলিশের তদন্তেই হত্যার রহস্য উদঘাটন হবে।

বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম রেজা বলেন, ঘটনাটি আমার ওয়ার্ডের মধ্যেই ঘটেছে। সকালে স্থানীয় লোকজন দেখে পুলিশ ও আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলের নিচে চাপা দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, একজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিস্তারিত পরে জানাব।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.