Home » মেহেরপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মেহেরপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 76 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য গোলাম মোস্তফা (৫৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

মেহেরপুর জেলা কারাগারের জেল সুপার আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে শুক্রবার রাত ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন গোলাম মোস্তফা। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকাল ৭টায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় চিকিৎসকরা মনে করছেন, স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার হার্টের সমস্যার কারনে তিনি ওপেন হার্ট সার্জারি করেছিলেন। এবং তার স্ত্রী ক্যান্সারের রোগী।
২০২৫ সালের ১৫ ডিসেম্বর রাত ১১টা ৪০ মিনিটের সময় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন। এরপর ২৮ দিন পর ঔ মামলায় তিনি জামিন পেলেও জেল গেট থেকে তাকে শোন এরেস্ট দিখিয়ে পিরোজপুরের একটা জালাও পোড়াও মামলা দেওয়া হয়। এরপর থেকে তিনি মানষিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.