মেহেরপুরে মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুরের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর তীরসংলগ্ন একটি বাগান থেকে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং অপর তিনজনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক সেবন ও কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

