Home » গাংনীর বামুন্দী বাজারে অগ্নিকাণ্ড: জনবসতী এলাকায় অবৈধ অকটেন-পেট্রোল দোকান আতঙ্কের কারণ

গাংনীর বামুন্দী বাজারে অগ্নিকাণ্ড: জনবসতী এলাকায় অবৈধ অকটেন-পেট্রোল দোকান আতঙ্কের কারণ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 44 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে রবিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী এবং জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে বামুন্দী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, সামিয়া ট্রেডার্সের মালিক আব্দুল আল হোসেন (মিঠু) যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিলারশিপের আওতায় অকটেন, পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডার বিক্রি করেন। এছাড়াও, মেসার্স আছিয়া এন্টারপ্রাইজের মালিক মোখলেসুর রহমান একই এলাকায় এ ধরনের পণ্য বিক্রি করছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, জনবসতী এলাকায় এ ধরনের দাহ্য পদার্থ বিক্রি করা বিপজ্জনক এবং অবৈধ।
বামুন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানান, বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন থাকা সত্ত্বেও জনবসতী এলাকায় এ ধরনের ব্যবসা আইনত অনুমোদিত নয়। তিনি উপজেলা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী মেহেরুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডে আল্লাহর রহমতে কোনো প্রাণহানি ঘটেনি। তবে জনবসতী এলাকায় এ ধরনের ব্যবসা করা উচিত নয়।
জনতা ব্যাংকের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, লাইসেন্স থাকলেও সঠিক প্রটেকশন ব্যবস্থা থাকা দরকার। আগুন ছড়িয়ে পড়লে ব্যাংক কর্মী ও গ্রাহকরা বিপদে পড়তে পারতেন এবং কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়তে পারত।
অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী আব্দুল আল হোসেন (মিঠু) বলেন, “আমি ডিসি এবং ইউএনওর সাথে লাইসেন্স নিয়েছি, কোথায় ব্যবসা করব সেটা আমার ব্যাপার। ক্ষতি হলে আমি ক্ষতিপূরণ দেব।”
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.