Home » আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির প্রতিবাদে নারী‌দের ঝাড়ু মিছিল

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির প্রতিবাদে নারী‌দের ঝাড়ু মিছিল

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 37 ভিউ
Print Friendly, PDF & Email

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির প্রতিবাদে কু‌ষ্টিয়ায় নারীদের উদ্যোগে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। র‌বিবার (১৮ জানুয়া‌রি) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বটতৈল মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মহাসড়ক ধরে অগ্রসর হয়ে বিআরবি তেল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বি‌ক্ষোভ মি‌ছি‌লে অংশগ্রহণকারীরা ঝাড়ু হা‌তে আমির হামজাকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এর আগে বি‌ভিন্ন এলাকা থে‌কে আসা নারীরা বট‌তৈল মো‌ড়ে জ‌ড়ো হন। ঝাড়ু মি‌ছি‌লের নেতৃ‌ত্বে থাকা জেস‌মিন খাতুন জানান,ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতভাবে উপস্থাপন করায় তারা ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই নারীরা ঝাড়ু মিছিলের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেন। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার পাশাপা‌শি আমির হামজা‌কে ক্ষমা চাওয়‌ার আহব্বান জানান। জান‌তে চাইলে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব ও সদর আস‌নের এম‌পি প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন,বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মি‌ছি‌ল ক‌রে‌ছে বিষয়‌টি আমিও জান‌তে পে‌রে‌ছি। ত‌বে কাদের ব‌্যানা‌রে হ‌য়ে‌ছে এই মুহু‌র্তে বল‌তে পার‌ছি না। গত শুক্রবার কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরানো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করতে দেখা যায়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। প্রয়াত একজন ক্রীড়া সংগঠককে নিয়ে আমির হামজার অসৌজন্যমূলক বক্তব্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বক্তব্যটি ২০২৩ সালের দাবি করে ফেসবুকে ভিডিও বার্তায় দুই দফায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.