“একটা শপথ, একটা সুর—মাদকমুক্ত মেহেরপুর”, “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন” এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ৩টায় গাংনী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে বলে তারা মত প্রকাশ করেন।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

