“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন” এই প্রতিপাদ্যে মুজিবনগরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানিুয়ারি) সকাল ১১ টায় মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এবং বিওয়াইএফসি ও কম্প্যাশন এর সহযোগিতায় মুজিবনগরের রতনপুর চার্চ অব বাংলাদেণ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর ও জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিউয়াই এসসির প্রকল্প ম্যানেজার জন অমৃত মন্ডল, কমপ্রেশন প্রকল্প ব্যবস্থাপক রনি বাড়ই প্রমুখ।
সেমিনারে স্থানীয় শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, ছাত্রসমাজ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণ কারিরা মেহেরপুর জেলাকে একটি “মাদকমুক্ত” জেলা হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন।
পূর্ববর্তী পোস্ট

