Home » ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদারে মেহেরপুরে সেনাবাহিনীর সড়ক মহড়া

ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদারে মেহেরপুরে সেনাবাহিনীর সড়ক মহড়া

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 51 ভিউ
Print Friendly, PDF & Email

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে মেহেরপুরে সড়ক মহড়া করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মহড়ায় অংশগ্রহণকারী সেনারা জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারের বার্তা দেন। মেহেরপুর ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান মাহমুদ সৌরভ নেতৃত্বে এই মহড়া পরিচালনা করা হয়। মহড়ার সময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলায় নিরাপত্তা পরিস্থিতি কঠোর রাখা হচ্ছে। সেনাবাহিনী জনবল বৃদ্ধি করেছে এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে, যাতে ভোটাররা শান্তিপূর্ণ ও নিরাপদে ভোট দিতে পারেন। সেনাবাহিনী ও প্রশাসন আশা করছে, এই প্রস্তুতি নির্বাচনী এলাকায় শান্তি বজায় রাখতে এবং ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়ক হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.