Home » মেহেরপুরের দুই আসনে বিএনপি-জামায়াতসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মেহেরপুরের দুই আসনে বিএনপি-জামায়াতসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 43 ভিউ
Print Friendly, PDF & Email

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেহেরপুর–১ আসনে ৯ জন এবং মেহেরপুর–২ আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সোমবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবিরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মেহেরপুর–১ (সদর–মুজিবনগর) আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুন, জামায়াতে ইসলামীর মাওলানা তাজ উদ্দীন খান, সিপিবির অ্যাডভোকেট মিজানুর রহমান, জাতীয় পার্টির আব্দুল হামিদ, এনসিপির সোহেল রানা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, মো. সজিবুল হক এবং মাহবুব রহমান।

অন্যদিকে মেহেরপুর–২ (গাংনী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মো. আমাজাদ হোসেন, জামায়াতে ইসলামীর মো. নাজমুল হুদা এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকী।
এদিকে জেলা বিএনপির সভাপতি মো. জাভেদ মাসুদ মিল্টন মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের কারণে মনোনয়নপত্র দাখিল করেননি। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করা হবে এবং ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে মেহেরপুরের দুটি আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠেছে। এখন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকার দিকেই তাকিয়ে রয়েছেন ভোটাররা।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.