Home » এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 36 ভিউ
Print Friendly, PDF & Email

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা থাকলেও তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ঘোষণা করেছেন, তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে নির্বাচন করবেন।

তিনি ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের ঘরের মেয়ে। আমার জন্ম ও বেড়ে ওঠা খিলগাঁওয়ে। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে দেশের ও এলাকার মানুষের সেবা করা। তবে বাস্তবিক কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হয়ে অংশগ্রহণ করব না।”

ডা. তাসনিম জারা আরও বলেন, “একটি দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী এবং সরকার-প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বিষয়ক সুবিধা থাকে। আমি যেহেতু কোনো দলের সঙ্গে নেই, তাই আমার একমাত্র ভরসা আপনাদের—ভোটারদের সমর্থন। সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার ইচ্ছাশক্তির মাধ্যমে আমি আপনাদের সেবা করতে চাই।”

তিনি জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ ভোটারের সমর্থনযুক্ত সই সংগ্রহের কাজ আগামীকাল থেকে শুরু হবে। পাশাপাশি নির্বাচনী ফান্ডরেইজিংয়ে প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন।

ডা. তাসনিম জারার এই পদক্ষেপ এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং দলের সমর্থকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, যা ঢাকা-৯ আসনের নির্বাচনী পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.