মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন— জেলার গাংনী উপজেলার শিশিরপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন (৭২) এবং আড়পাড়া গ্রামের আলিফ হোসেন (১৭)।
শনিবার সকাল ১০টার দিকে গাংনী-ধানখােলা সড়কের ধানখােলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন গাংনী থেকে ধানখােলা গ্রামের দিকে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে ধানখােলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর আহত হন।
পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে কামাল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

