Home » মেহেরপুরে গণভোট ২০২৬: শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মত বিনিময় সভা

মেহেরপুরে গণভোট ২০২৬: শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মত বিনিময় সভা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 40 ভিউ
Print Friendly, PDF & Email

গণভোট ২০২৬ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে গণভোটের প্রচারণা ও সচেতনতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার এনামুল হক, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন ও মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান।

সভায় মেহেরপুর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানগণ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মতিন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.