Home » ইমনের ইনিংসকে ম্লান করে শান্তর সেঞ্চুরি, শুভসূচনা রাজশাহীর

ইমনের ইনিংসকে ম্লান করে শান্তর সেঞ্চুরি, শুভসূচনা রাজশাহীর

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 38 ভিউ
Print Friendly, PDF & Email

দ্বিতীয়বারের মতো বিপিএলে সেঞ্চুরি করে রাজশাহী ওয়ারিয়র্সকে জিতিয়ে নাজমুল হোসেন শান্ত। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের ১৯০ রানের চ্যালেঞ্জিং ইনিংসকে কোনোভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে দেননি শান্ত। রাজশাহী শুরুটা ধীর হলেও শান্ত দ্রুত বাউন্ডারি-ছক্কায় চতুর্থিও করতে থাকেন। ৫ ছক্কা ও ৯ চারে ৬০ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসে তার ইনিংসে যোগ হয় মুশফিকুর রহিমের ৩১ বলে ৫১ রানের অপরাজিত জুটি। এই জুটিতে ১৩০ রান যোগ করে রাজশাহীকে ৮ উইকেটের জয় এনে দেন তারা। সিলেটের বোলাররা শান্তকে থামাতে পারেননি। অপরদিকে পারভেজ হোসেন ইমন ঝড়ে সিলেটকে ১৯০ রানের অবস্থানে পৌঁছে দেন। ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেললেও তার ইনিংস রাজশাহীর ব্যাটসম্যানদের দ্বারা ব্যর্থ হয়ে যায়। আফিফ হোসেন ধ্রুব ১৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। রাজশাহীর বোলারদের মধ্যে সন্দিপ লামিচানে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পান বিনুরা ফার্নান্দো ও তানজিম সাকিব। ম্যাচের শুরুতেই শহীদ শরিফ ওসমান হাদির সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। জয়ের সঙ্গে সঙ্গে শান্ত ও মুশফিকের কানে আঙুল দিয়ে উদযাপন চোখে পড়েছে। রাজশাহী ওয়ারিয়র্সের এই জয়ে বিপিএল দ্বাদশ আসরের শুভসূচনা হলো মনোমুগ্ধকর একটি ইনিংস দিয়ে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.