সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি অপসারণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রায় ৩০ লক্ষাধিক ফলোয়ার থাকা পেজটি সম্প্রতি রিমুভ করা হয় বলে জানা গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি অভিযোগ করেন, ওসমান হাদিকে কেন্দ্র করে দেওয়া কিছু পোস্ট ও ভিডিওতে সংঘবদ্ধভাবে রিপোর্ট ও স্ট্রাইক দেওয়ার মাধ্যমে তার অফিশিয়াল পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ লিখেছেন, ওসমান হাদি সংশ্লিষ্ট তিনটি ভিডিওতেই একযোগে স্ট্রাইক দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তার পেজের লিংক ছড়িয়ে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে বলে তিনি দাবি করেন। এর ফলেই ফেসবুক কর্তৃপক্ষ তার দীর্ঘদিনের পরিচালিত ভেরিফায়েড পেজটি অপসারণ করে। তিনি আরও অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত ডিজিটাল আক্রমণ, যার মাধ্যমে তার মতপ্রকাশের জায়গা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন এবং তার অফিশিয়াল পেজে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করতেন। প্রায় ৩০ লাখ অনুসারী থাকায় পেজটি ছিল দেশের অন্যতম বড় ব্যক্তিগত রাজনৈতিক ফেসবুক প্ল্যাটফর্মগুলোর একটি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগের বিষয়টি সামনে আনছেন।
পূর্ববর্তী পোস্ট

