Home » মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 36 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রাম সংলগ্ন মাঠ থেকে তপন হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল আনুমানিক ১১টার দিকে কল্যাণপুর গ্রামের হাজীপাড়ার মাঠে অবস্থিত একটি পেঁপে ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল। নিহত তপন হোসেন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মজিবার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষকরা কল্যাণপুর গ্রামের হাজীপাড়ার মাঠে কাজ করতে গিয়ে পেঁপে ক্ষেতের ভেতরে তপন হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের চিহ্ন থাকায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তপনের স্ত্রীর দাবি, প্রতি রাতের মতো মাঠে ফসল দেখতে যায় তপন। পরে আর বাড়িতে না ফেরত আসলে অনেক জায়গায় খোঁজাখুঁজির পর সকালে মাঠে মরদেহ পাওয়া যায়।
গাংনী থানার ওসি উত্তম কুমার রায় জানান, প্রাথমিকভাবে তার শরীওে চাকুর আঘাত দেখা গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.