Home » লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 38 ভিউ
Print Friendly, PDF & Email

লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় ৭ বছর বয়সী শিশু আয়োশা বেগম দগ্ধ হয়ে মারা গেছেন। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। তাদের মধ্যে দুই মেয়েকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে পরিবারসহ ঘুমাচ্ছিলেন বেলাল হোসেন। দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং শিশু ও পরিবারের সদস্যরা দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “রাতের আধারে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।” লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার দাস জানান, নিহত শিশু সহ তিনজনকে উদ্ধার করা হয়েছে, দুইজনের অবস্থা গুরুতর। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি কি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখা হচ্ছে।” অগ্নিদগ্ধ হয়ে মৃত শিশুর ঘটনা এলাকায় ব্যাপক উদ্বেগ এবং উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহের পর তদন্ত শুরু করেছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.