Home » দীপু দাসকে পিটিয়ে হত্যা ও লাশে আগুন, গ্রেপ্তার ৭

দীপু দাসকে পিটিয়ে হত্যা ও লাশে আগুন, গ্রেপ্তার ৭

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 43 ভিউ
Print Friendly, PDF & Email

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২০ ডিসেম্বর) ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকেঅভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মিরাজ হোসেন আকন (৪৬)। র‌্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একাধিক টিম ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সাতজনকে আটক করা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যা করা হয়। তাকে কারখানার বাইরে প্রথমে মারধর করা হয়। পরে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহে আগুন দেয় কথিত ‘তৌহিদি জনতা’।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.