মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেসার্স বায়েজিদ স্টোরের স্বত্বাধিকারী এমদাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বামনপাড়া মোড়ে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৪ ধারায় দোকানিকে জরিমানা করা হয়।
এ সময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযানে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করা হয়।

