Home » গাংনীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

গাংনীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 40 ভিউ
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরের গাংনী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় গাংনী খাদ্যগুদাম চত্বরে উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও মিল মালিকেরা। চলতি মৌসুমে গাংনী উপজেলায় ১৪৩ মেট্রিক টন ধান এবং ৩২৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের সরকারি মূল্য কেজিতে ৩৪ টাকা এবং চালের মূল্য ৫০ টাকা ধার্য করা হয়েছে। কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান এবং চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

 



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.