দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণীর সম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক ও দক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম প্রমুখ সেখানে বক্তব্য রাখেন।
পূর্ববর্তী পোস্ট

