Home » গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের ৩১ দফার লিফলেট বিতরণ

গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের ৩১ দফার লিফলেট বিতরণ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 22 ভিউ
Print Friendly, PDF & Email

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবিনামা এবং ধানের শীষে ভোট প্রার্থনার লক্ষ্যে গাংনীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে গাংনী বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি ও আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার কারাবন্দি হওয়া নেতা জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।

লিফলেট বিতরণকালে জাভেদ মাসুদ মিল্টন বলেন, ৩১ দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের ভোটাধিকার। গত ১৭ বছরে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। ভোটাধিকার পুনরুদ্ধারই আমাদের আন্দোলন ও সংগ্রামের মূল ভিত্তি। ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণ স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।” তিনি আরও বলেন, “উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিলে দেশ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে, মানুষের অধিকার ফিরবে। তাই সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

তিনি জানান, ধানের শীষ বিজয়ী হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। কৃষক, জেলে, শ্রমিকসহ সকল শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা বিএনপির অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।

জাভেদ মাসুদ মিল্টন আরও বলেন, দেশের মানুষের হাতে ৩১ দফা দাবিনামা পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠে নেমেছে বিএনপি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো জনগণকে জানানো—দেশনায়ক তারেক রহমান যে রোডম্যাপ দিয়েছেন, তা কার্যকর হলে দেশ আবার গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে ফিরে যাবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।

এ সময় নেতাকর্মীরা বাজারের বিভিন্ন দোকানপাট, পথচারী, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকদের হাতে লিফলেট তুলে দেন। তারা সরকারের অর্থনৈতিক ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আওয়াল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির নেতা-কর্মীদের দাবি—৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আসবে। আর সেই বার্তাই ঘরে ঘরে তুলে দিতে সর্বস্তরের নেতাকর্মীরা একযোগে মাঠে কাজ করছেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.