Home » গাংনীতে আবারও কৃষকের গোয়াল ঘর থেকে গাভী চুরি

গাংনীতে আবারও কৃষকের গোয়াল ঘর থেকে গাভী চুরি

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 26 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের এক কৃষকের বাড়ি থেকে একটি গাভী চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে গেটের তালাভেঙ্গে গরু নিয়ে পারিয়ে যায় চোর।
ভুক্তভোগীরা জানান, জোড়পুকুরিয়া গ্রামের কৃষক আব্দুর রহিমের গোয়াল ঘরে ৫টি গরু ছিল। বাড়ির লোকজন ঘুমিয়ে থাকায় অবস্থায় ভোরের দিকে অজ্ঞাত ৪ চোর হানা দেয়। প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। গোয়াল ঘর থেকে গরুর অস্বাভাবিক আওয়াজে বাড়ির লোকজনের ঘুম ভেঙ্গে যায়। দোতলা বাড়ি থেকে নিচে নামতে গিয়ে দেখা দেয় বিপত্তি। চোরেরা আগেই বাড়ি প্রবেশের গেটে বাইরে থেকে লক করে দেয়। বাড়ির বারান্দা থেকে গোয়াল ঘরের দিকে তাকালে দেখতে পান তিনজন ব্যক্তি তার গোয়াল ঘর থেকে একটি গাভী গরু সহ মোট পাঁচটি গরু নিয়ে যাচ্ছে। বাড়ির পাশে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপরে রাখা গরু বহনের যানে (স্থানীয় নাম লাটা হাম্বা) তুলতে থাকে গরুগুলো। এসময় বাড়ির লোকজন চিৎকার দিলে চোরেরা ৪টি গরু ছেড়ে দিয়ে ১টি গাভী নিয়ে ওই যানেযোগে পালিয়ে যায়।
চুরি হওয়া গাভীটির মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছেন বাড়ি মালিক।
স্থানীয় মোকলেস হোসেন জানান, পুরো বাড়িটি উঁচু করে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা,এবং জোড়পুকুরিয়া বাজারের পাশেই প্রধান সড়কের সাথে। বাড়ির পাশ দিয়ে প্রায় ২৪ ঘন্টা দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল করে। তাই এই বাড়িতে চুরির ঘটনা দুঃসাহসিক।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, চুরির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গরু চোরদের আটকের চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। প্রায় প্রতি রাতেই গরু চুরির ঘটনায় চাষীদের মাঝে চুরি আতংক বিরাজ করছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.