Home » মেহেরপুরের গাংনীর সীমান্তে ২৪ জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

মেহেরপুরের গাংনীর সীমান্তে ২৪ জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 26 ভিউ
Print Friendly, PDF & Email

পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের গাংনীর কাথুলী সীমান্ত দিয়ে নারী,পুরুষ ও শিশু সহ মোট ২৪ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাথুলী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩ এস এর শূন্যরেখা হতে ১০ গজ ভারতে অভ্যন্তরে তেইরপুর নামক স্থানে ২৪ জন বাংলাদেশী নাগরিককে নথিপত্রসহ বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ।
পতাকা বৈঠকে কাথুলী বিজিবি এর পক্ষ থেকে কোম্পানির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার মোঃ কামরুজ্জামান ও ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের তেইলপুল কোম্পানি সদর দপ্তরের কমান্ডার এসি আনচ কুমার এর নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ জন বাংলাদেশী নাগরিককে নথিপত্রসহ বিজিবির নিকট হস্তান্তর করে।এসময় বিজিবি ও বিএসএফ এর বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, বিজিবির কাছে হস্তান্তর কৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিল।তারা ভারতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো।পরে ভারতের পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে।আর বিএসএফ ২৪ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে।তাদের সকলকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
কাথুলী বিজিবির কোম্পানির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার মোঃ কামরুজ্জামান বলেন, হস্তান্তরকৃত ২৪ জন বাংলাদেশীকে আইনি প্রক্রিয়া শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার (ওসি) তদন্ত আল মামুন জানান, গাংনীর কাথুলী বিজিবির সদস্যরা মোট ২৪ জনকে গাংনী থানায় হস্তান্তর করেছে।আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.