Home » মেহেরপুরে প্রধান শিক্ষকের বহিস্কারের দাবিতে, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মেহেরপুরে প্রধান শিক্ষকের বহিস্কারের দাবিতে, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 76 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের সঙ্গে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর ভিডিও কলে অশ্লীল কথোপকথন ও অঙ্গভঙ্গির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্কুলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিদ্যালয় ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শিক্ষার্থীরা জানান, শিক্ষক যদি এমন অশ্লীল কর্মকাণ্ডে জড়ান, তবে বিদ্যালয় নিরাপদ হবে কীভাবে। অভিভাবকরা বলেন, দীর্ঘদিন বিদ্যালয়ের পরিবেশ ভালো থাকলেও সাম্প্রতিক ঘটনার পর সন্তানদের পাঠাতে আতঙ্ক বোধ করছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষকের এমন আচরণ শিক্ষক সমাজকে বিব্রত ও ক্ষুব্ধ করেছে। তারা আরও জানান, এই ধরনের ঘটনা বিচার না হলে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরবে না এবং অন্যরা অনৈতিক কাজে জড়ানোর সাহস পাবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোখলেসুর রহমান জানান, ঘটনার পরই প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া চলছে এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত দ্রুত জানানো হবে।

মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত শেষে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

তবে অভিযোগ উঠেছে, রাজু আহমেদের ঘনিষ্ঠ মহল বিভিন্ন দপ্তরে টাকা দিয়ে স্থায়ী বহিষ্কার ঠেকানোর চেষ্টা করছে। সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা জানান, এটি প্রথম ঘটনা নয়, পূর্বেও ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক আচরণের অভিযোগ ছিল।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানা আছে, তবে লিখিত অভিযোগ না থাকায় তৎক্ষণাত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন, অশ্লীল শিক্ষকের স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.