Home » মেহেরপুরে রেড ক্রিসেন্টের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন ১৩ নভেম্বর

মেহেরপুরে রেড ক্রিসেন্টের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন ১৩ নভেম্বর

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 75 ভিউ
Print Friendly, PDF & Email

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মেহেরপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ০৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ২ নম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সভাটি সকাল ৯টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সংস্থার গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী একই দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভায় অংশগ্রহণ ও ভোটদানের জন্য সম্মানিত আজীবন সদস্যদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ভোটারদের সনাক্তকরণের জন্য সভায় যোগদান ও ভোট দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং এই বিজ্ঞপ্তির কপি সঙ্গে আনতে হবে। অন্যথায় ভোটদান করা যাবে না বলে জানিয়েছে ইউনিট কর্তৃপক্ষ।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.