Home » অনলাইন জুয়া চক্রের তিনজন গ্রেফতার, সরকারের পদক্ষেপ জোরদার

অনলাইন জুয়া চক্রের তিনজন গ্রেফতার, সরকারের পদক্ষেপ জোরদার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 31 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের মুজিবনগরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে মুজিবনগর উপজেলার আটকবর এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দেলোয়ার হোসেন দিপু, মো. সুমন আলী ও সাকিবুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, চারটি এটিএম কার্ড, দুটি পেনড্রাইভ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মেহেরপুর পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে গ্রামের মানুষকে অধিক লাভের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলানো হতো। দেলোয়ার হোসেন দিপুর বিরুদ্ধে একাধিক মামলা চলমান। সুমন আলীর বিরুদ্ধেও একটি মামলা বিচারাধীন। এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সারা দেশের মতো অনলাইন জুয়া প্রতিরোধের অংশ হিসাবে এ ধরনের অভিযান অভ্যাহত থাকবে। অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ে “অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়” শীর্ষক সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে। ইতোমধ্যে বিটিআরসি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেইল প্রেরণ শুরু করেছে। এছাড়া মিডিয়া হাউজ ও ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নির্দেশিকা তৈরি ও অনুমোদনের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, প্রায় ৫ হাজার এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) হিসাব ইতোমধ্যে বন্ধ করা হয়েছে এবং একটি কমন ডেটাবেজ তৈরি করা হবে, যেখানে সরকারি সংস্থা, প্ল্যাটফর্ম ও অপারেটরদের তথ্য সংরক্ষণ ও নজরদারি করা হবে। গত দুই সপ্তাহে ৩৯৭টি মোবাইল নম্বর বন্ধ করা হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.