Home » মেহেরপুরে মনোনয়ন পেয়েছেন মাসুদ অরুন ও আমজাদ হোসেন

২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা

মেহেরপুরে মনোনয়ন পেয়েছেন মাসুদ অরুন ও আমজাদ হোসেন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 22 ভিউ
Print Friendly, PDF & Email

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল সোমবার (৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকা অনুযায়ী, মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুন। আর মেহেরপুর-২ (গাংনী) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের নাম।
২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন মাসুদ অরুন। আওয়ামী শাসনামলে নানা দমন-পীড়ন, মামলা ও কারাবাসের মধ্যেও তিনি একক নেতৃত্বে মেহেরপুরে দলের হাল ধরেছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে কেন্দ্রীয় ঘোষিত প্রায় সব কর্মসূচিই তার নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। তৃণমূলের অনেকে মনে করছেন, দলের কঠিন সময়ে তার ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপই এবারও তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণার পর মেহেরপুর বিএনপির কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। তবে মাসুদ অরুন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,
“মনোনয়ন নিশ্চিত হয়েছে, কিন্তু বিজয়ের মূল শক্তি জনগণ। মনোনয়নকে কেন্দ্র করে কোনো ধরনের গান-বাজনা বা আনন্দ মিছিল করে জনগণকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের লক্ষ্য জনগণের ঘরে ঘরে পৌঁছে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া।” গাংনী আসনের প্রার্থী আমজাদ হোসেন বলেন, “এখন দেশের পরিস্থিতি ভালো নয়। জনগণের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। তাই বিজয় মিছিল বা মিষ্টি বিতরণের মতো কাজ করা যাবে না। দলীয় নির্দেশ মেনে সংগঠিতভাবে নির্বাচনে নামতে হবে।” দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে মাসুদ অরুন ও আমজাদ হোসেনের সঙ্গে কথা বলে নির্বাচনী প্রস্তুতি জোরদারের নির্দেশ দেন। অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের তালিকা অনুমোদন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের পথে। ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করছি। যেখানে ঐক্যবদ্ধ আন্দোলনের অংশীদাররা আছে, সেখানে যৌথভাবে প্রার্থী চূড়ান্ত করা হবে।”

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.