Home » মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের আর্থীক সহযোগীতা

মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের আর্থীক সহযোগীতা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 37 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ৭৫ বছর বয়সী আবুল কাশেম, যিনি ৫৪ বছর ধরে কাধে বোঝা নিয়ে পান চুনের ব্যবসা করে আসছেন, তার দীর্ঘদিনের ইচ্ছা পূরণে পাশে দাঁড়িয়েছে মুজিবনগর উপজেলা জামায়াত। বয়স ও শারীরিক দুর্বলতার কারণে গ্রামে গ্রামে কাধে বোঝা নিয়ে ব্যবসা করা তাঁর জন্য এখন আর সম্ভব নয়। মাঝে মাঝে ব্যবসা করার পরেও খালি পকেটে ফিরে আসতে হয়।

বৃদ্ধ আবুল কাশেমের স্বামী-স্ত্রী দুজনের সংসার রয়েছে। তাদের এক ছেলে ও এক মেয়ে বিবাহিত এবং তাদের নিজস্ব সংসার পরিচালনা করছেন। দীর্ঘদিনের ইচ্ছা ছিল কিছু অর্থ পেলে চোখের চিকিৎসা করানো এবং গ্রামে হাইস্কুলের ছাত্রছাত্রীদের জন্য বাদাম ও ছোলা কিনে বসে বসে বিক্রি করা।

এই প্রয়োজনে আজ ২৯ অক্টোবর ২০২৫, বুধবার বিকাল ৪টায় মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে মুজিবনগর উপজেলা জামায়াত তাঁকে ব্যবসার জন্য বাদাম ও ছোলা সরবরাহ করার পাশাপাশি চোখের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করে।

অর্থ প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোনাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি জনাব আসলাম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. তাজউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি জনাব জারজিস হুসাইন, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাও. খানজাহান আলী, উপজেলা সেক্রেটারি জনাব খাইরুল বাসার, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব ফজলুল হক গাজী, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি জনাব আমির হোসেন ও মোনাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি জনাব আসাদুল হক।

এই সহায়তা গ্রহণ করে আবুল কাশেম গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, “এতে আমার চোখের চিকিৎসা করানো সম্ভব হবে এবং গ্রামের শিশুদের জন্য ব্যবসা শুরু করতে পারবো।”

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.