মেহেরপুরে চলন্ত পিকআপের ধাক্কায় শহিদা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। নিহত শহিদা খাতুন সদর উপজেলার উজুলপুর গ্রামের আব্দুল গনির স্ত্রী।
রোববার (২৬ অক্টোবর২০২৫) দুপুরে মেহেরপুর-কাথুলি সড়কের উজুলপুর বটতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শাহিদা খাতুন মাঠে স্বামীকে খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। বটতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
পূর্ববর্তী পোস্ট

