“হাত ধোয়ার নায়ক হন” — এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে বিশ্ব হাত ধোয়ার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলী রোকনুজ্জামান, পৌরসভা প্রকৌশলী শামীম রেজা, অফিসার ইনচার্জ বাণী ইসরাইল, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া হলে জীবাণু সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক দায়িত্বও বটে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবাইকে সচেতনতার বার্তা দেয়।