মেহেরপুর জেনারেল হাসপাতালে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধে এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে অনুষ্ঠিত কর্মসূচির আয়োজক ছিলেন “মেহেরপুরের সর্বস্তরের জনগণ।”
মানববন্ধনে বক্তারা বলেন, “২৫০ শয্যার এই হাসপাতালটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। তবুও প্রতিনিয়ত এখানে চলছে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা। সাধারণ রোগীরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যদি দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক শাপলা শেখ, এ এস লিটন, আহত জুলাই যোদ্ধা খন্দকার মুইজ উদ্দিন, মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম, কলেজ ছাত্র মারুফ ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মল্লিকপাড়া যুব সংঘের সভাপতি হাসনাত জামান সৈকত, এনসিপির জেলা কমিটির সদস্য শাওন শেখ প্রমুখ।
বক্তারা আরও বলেন, “হাসপাতালের প্রশাসনিক অনিয়মের কারণে রোগীরা চিকিৎসা পেতে হয়রানির শিকার হচ্ছেন। তাই অবিলম্বে তত্ত্বাবধায়কের অপসারণ ও হাসপাতাল প্রশাসনে স্বচ্ছতা ফেরানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।”
মানববন্ধনের শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে তাদের দাবি জানান।