মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা পুলিশ লাইনের পাশে আয়োজন করা হয় এ কর্মী সভার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস। জেলা মহিলা দলের সভাপতি সায়েদাতুন্নেসা নয়ন সভায় সভাপতিত্ব করেন এবং জেলা মহিলা দলের অর্থ সম্পাদক রুপালি খাতুন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি বেদানা আক্তার পলি, সাংগঠনিক সম্পাদক ফাহিমা খাতুন, মহিলা দল নেত্রী ফিরোজা আক্তার পপি, বিউটি, রঞ্জনা, মল্লে, কল্পনা, শেফালী, তানিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রীবৃন্দ।
বক্তারা বলেন, সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য গড়ে তুলতে হবে এবং সক্রিয় নেতৃত্বের মাধ্যমে মহিলা দলকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভা শেষে নেত্রীবৃন্দ দলীয় সংগঠনকে আরও সুসংহত করতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান জানান।