Home » ২২৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত ও কোহলি

২২৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত ও কোহলি

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 54 ভিউ
Print Friendly, PDF & Email

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। তিনটি একদিনের (ওয়ানডে) ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর। টিকিট বিক্রির পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে, দর্শকরা অপেক্ষা করছেন বিশেষ কিছু দেখার জন্য— হয়তো ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক সিরিজের জন্য। শেষবার ভারতীয় জার্সিতে মাঠে দেখা গিয়েছিল রোহিত ও কোহলিকে ৯ মার্চ ২০২৫-এ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এরপর থেকে কেটে গেছে ২২৪ দিন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে, এবং মাত্র ৩০ হাজার টিকিট বাকি। বিশেষ করে সিডনি ও অ্যাডিলেডের ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই শেষ, পার্থে সামান্য কিছু টিকিট অবশিষ্ট। সিরিজ শুরুর আগে বড় পরিবর্তন ঘটেছে ভারতীয় দলের নেতৃত্বে। রোহিত শর্মাকে একদিনের অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে নেতৃত্বে আনা হয়েছে। ক্রিকেট মহলে জোর জল্পনা, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ও কোহলি আর নেই ভারতীয় ম্যানেজমেন্টের ভাবনায়। তাই এই অস্ট্রেলিয়া সফর হতে পারে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। টি-টোয়েন্টি সিরিজের টিকিটও প্রায় শেষ। যদিও সেখানে রোহিত ও কোহলি খেলবেন না, তবু উন্মাদনা কমছে না। দুটি কারণ স্পষ্ট— ভারত গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল এবং বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। পাশাপাশি তরুণ তারকা অভিষেক শর্মার অভিষেক অস্ট্রেলিয়ায়, তাকে দেখার আগ্রহও তুঙ্গে। মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচের টিকিট তিন সপ্তাহ আগেই বিক্রি শেষ হয়েছে। জানা গেছে, অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের ৩৬ শতাংশ মেলবোর্নে অবস্থান করছেন, ফলে ৩১ অক্টোবরের ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হতে পারে ঐতিহাসিক ‘ভারতীয় দখল’। সব মিলিয়ে, রোহিত ও কোহলির সম্ভাব্য ‘শেষ নৃত্য’ ঘিরে যেমন বাড়ছে আবেগ, তেমনি টিকিট বিক্রির হুড়োহুড়ি প্রমাণ করছে— ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখনও তাদের দুই কিংবদন্তিকে দেশের জার্সিতে শেষবার দেখার অপেক্ষায়।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.