Home » গাংনীর ভাটপাড়া গ্রামে ৩টি গরু চুরি

গাংনীর ভাটপাড়া গ্রামে ৩টি গরু চুরি

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 40 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে রাতের আঁধারে দুইটি বাড়ি থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে এ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুশ্চিন্তায় পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার(২৯ সেপ্টেম্বর) রাতের আঁধারে চোরের দল ভাটপাড়া গ্রামের ইসলাম আলীর গোয়াল ঘর থেকে একটি গরু এবং একই গ্রামের সালাউদ্দীনের গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে গোয়াল ঘরে গিয়ে গরু না পেয়ে তারা বিষয়টি টের পান। পরে গ্রামবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়লে সবাই হতবাক হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ইসলাম আলী জানান, গরুটি পরিবারের প্রধান সম্বল ছিল। চুরির কারণে এখন তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। অপরদিকে সালাউদ্দীনের দুইটি গরুর দাম প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে। গরু দুটি বিক্রি করে তিনি কৃষিকাজের খরচ মেটানোর পরিকল্পনা করেছিলেন। হঠাৎ গরু চুরি হওয়ায় তিনি হতাশায় ভেঙে পড়েছেন।

চুরির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে একই এলাকায় আরও কয়েকবার গরু চুরির ঘটনা ঘটেছে। কিন্তু দোষীদের শনাক্ত বা আইনের আওতায় আনা সম্ভব হয়নি। ফলে চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। রাতে পাহারার ব্যবস্থা না থাকায় চোরচক্র সহজেই সুযোগ নিচ্ছে বলেও মনে করেন গ্রামবাসী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে চোরদের দ্রুত গ্রেফতার ও গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.