মেহেরপুরের গাংনীতে ধানখোলা ইউনিয়ন মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানখোলা খ ইউনিটের ১ নম্বর ওয়ার্ডে এ কর্মীসভা বসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। তিনি বলেন, দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় আছে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হতে হবে। মহিলা দলের নেত্রীবৃন্দ গ্রামে গ্রামে গিয়ে নারীদের সংগঠিত করলে আন্দোলন আরও বেগবান হবে।
কর্মীসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দল গাংনী উপজেলা শাখার সভাপতি ফরিদা পারভীন। পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমিন।
সভায় বক্তৃতা করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী। বক্তারা বলেন, সরকারের অন্যায়, দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মীসভায় বক্তারা আসন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং নারী কর্মীদের এগিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ ধরনের কর্মীসভা নিয়মিত আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করে বৃহত্তর আন্দোলনে সম্পৃক্ত করার ঘোষণা দেন আয়োজকরা।