Home » দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ নারী আটক

দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ নারী আটক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 104 ভিউ
Print Friendly, PDF & Email

দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে  ৩৫৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণবারসহ মোছা. আসমা (২৫) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলার কামারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কামারপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৮০/১০-আর হতে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে কামারপাড়া পাকা সড়ক থেকে মোছা. আসমা (২৫) নামে এক নারীকে আটক করে। তিনি ওই গ্রামের ওয়াসিমের স্ত্রী। এ সময় তার কাছ থেকে তিনটি স্বর্ণবার, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৮০ টাকা উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণবারগুলোর মোট ওজন ৩৫৪ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা।

বিজিবি জানায়, এ ঘটনায় নায়েব সুবেদার মো. এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত নারীকে থানায় হস্তান্তর এবং জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.