Home » শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল জলিলের চির বিদায়

শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল জলিলের চির বিদায়

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দক্ষিণপাড়ার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল জলিল (৭৩) পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গতকাল শনিবার সকাল ৭টায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুম গত মঙ্গলবার ব্রেন স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। আব্দুল জলিল শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না; তিনি স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন অবদান রেখেছেন। তিনি আমঝুপি কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি, ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি, মহিলা হেফজখানার সাধারণ সম্পাদক এবং দক্ষিণপাড়া মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুজিবনগর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা ও সরকারি করণের ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। শনিবার সন্ধ্যায় আমঝুপি মাদ্রাসা সংলগ্ন করবস্থানে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর নজরুল ইসলাম, মুজিবনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন, মেহেরপুর মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আল আমিন ধুমকেতু, মেহেরপুর সদর উপজেলার নির্বহী অফিসার খাইরুল ইসলাম, মেহেরপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল হক, মেহেরপুর জেলা বিএনপির সাথারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, খলিলুর রহমান জোয়াদ্দারসহ বিভিন্ন শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.