Home » যশোর রিজিয়নে নতুন পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক গঠন

যশোর রিজিয়নে নতুন পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক গঠন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 81 ভিউ
Print Friendly, PDF & Email

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর রিজিয়নের যশোর, মেহেরপুর ও কুষ্টিয়ার ৫টি উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং পিস অ্যাম্বাসেডরদের সমন্বয়ে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক (প্যান) গঠন করা হয়েছে। শনিবার সকালে যশোরের আরআরএফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলার পিস অ্যাম্বাসেডর অধ্যাপক আলাউদ্দিন, এবং সঞ্চালনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ।
সভায় উপস্থিত ছিলেন যশোর রিজিয়নের রিজিয়নাল কো-অর্ডিনেটর মো: খোরশেদ আলম, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি নেতা ও পিস অ্যাম্বাসেডর মো: মঞ্জুরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো: আজমুল হোসেন মিন্টু, মহিলা দলের সভাপতি সায়্যেদাতুন্নেছা নয়ন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো: সিরাজ উদ্দিন, মুজিবনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো: সাবদার আলি, বাঘারপাড়া ও কেশবপুরের অন্যান্য পিস অ্যাম্বাসেডরগণ। সভা শেষে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যবিশিষ্ট পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠন করা হয়। এতে কুষ্টিয়া সদর উপজেলার অধ্যাপক মোহ. শফিকুল ইসলাম কো-অর্ডিনেটর, মেহেরপুরের সায়্যেদাতুন্নেছা নয়ন ও কেশবপুরের মো: মুনছুর আলিকে সহসমন্বয়কারী নির্বাচিত করা হয়। এক বছরের কর্মপরিকল্পনায় স্থানীয় শান্তি ও সহাবস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন যশোর রিজিয়নের মাঠ সমন্বয়কারী মো: আশরাফুজ্জামান।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.