Home » গাংনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং

গাংনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার পূজা মণ্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান ও স্থানীয় আনসার সদস্যরা।

ব্রিফিংকালে ইউএনও আনোয়ার হোসেন পূজার মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, আন্তরিকতা ও নিষ্ঠা বজায় রেখে প্রত্যেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করবেন।

এছাড়া পূজা চলাকালীন সময়ে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা টহল, সিসি ক্যামেরা তদারকি, রাত্রীকালীন পাহারা এবং সাধারণ জনগণের সঙ্গে সদাচরণ বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়।

গাংনী উপজেলায় এবার মোট ১৮টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে কয়েকটি মণ্ডপকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ এবং বাকিগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‘অধিক গুরুত্বপূর্ণ’ মণ্ডপগুলোতে প্রতিদিন ৮ জন করে এবং ‘গুরুত্বপূর্ণ’ মণ্ডপগুলোতে ৬ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। আগামী ২ অক্টোবর পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম চলবে বলে জানানো হয়।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.