Home » আমঝুপি নুরাণী ও হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

আমঝুপি নুরাণী ও হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 45 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নুরাণী ও হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাফেজ সমাপনি সবক শেষে ৫ জন শিক্ষার্থীকে কোরআন শরীফ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এ ছাড়া এক বছর নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় আরও চার শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত হাফেজ শিক্ষার্থীরা হলেন, মোঃ আবির, মোঃ সোলাইমান, মোঃ লিমন, আব্দুস সামাদ ও মোঃ আলভি। নামাজে নিয়মিততার জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ওয়াজ করনি, মোঃ জুনায়েদ, মোঃ সাকলাইন ও মোঃ রেদাউন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি সামছুল হুদা শিশির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য হাজী বশির আহম্মেদ, শরিফুর জামান, মাসুদ রানা ও অভিভাবক লিটন প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং তাদের নামাজে ও পড়াশোনায় আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.