Home » আপনার আমার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল হাসিনা – আমজাদ হোসেন

আপনার আমার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল হাসিনা – আমজাদ হোসেন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 45 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর-০২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেছেন, আপনার আমার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। এদেশের জনগণ ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অধিকার আবার ফিরিয়ে দিয়েছে। এখন সেই অধিকার ব্যবহার করতে শিখুন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। আমি যদি অন্যায় করি, আমার বিরুদ্ধেও প্রতিবাদ করবেন।

শুক্রবার বিকেলে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত নেতারা এলাকায় ভোট চাইছেন, কিন্তু বলছেন যেভাবেই হোক ভোট হলে তা গ্রহণ করবেন। তাহলে পেয়ার পদ্ধতির কথা কোথায় গেল? ঢাকায় বলছেন আন্দোলন সংগ্রাম করবেন, আর গ্রামে এসে শুধু ভোট চাইছেন। আন্দোলন ও ভোটের বিষয়ে একরকম কথা বলা শিখুন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, যদি বিএনপিকে ক্ষমতায় আনতে না পারেন, তবে আগের মতোই আবারও নির্যাতন-নিপীড়নের শিকার হবে জনগণ। আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতি করছে। এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম নিক্ষেপ করে আঘাত করা হয়েছে, কিন্তু জামায়াতের কাউকে এসব আক্রমণের শিকার হতে হয়নি। আমজাদ হোসেন ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল, মুস্তাফিজুর রহমান বাবলু, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক জেলা যুবদল নেতা আব্দুল মতিন, বিএনপি নেতা গোলাম সরোয়ার, নূরাল মোল্লা, বজলুর রহমান, আবদুল্লাহ, সাহিন, সাহাবুল, তৌহিদুল ইসলাম, হুরমত আলী, রইচ উদ্দীন মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.