বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিজয় কুমার বিশ্বাস (৩২) নামে এক যুবক। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পেশায় জেলে ছিলেন। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে পুলিশ বাবা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজয় কুমার বিশ্বাসের বাবা শম্ভু চরণ বিশ্বাস(৭২) পূজা উপলক্ষে বাড়ির একটি পোষা ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজারে বিক্রি করেন। রাত সাড়ে নয়টার দিকে বিজয় তার বাবার কাছে ছাগল বিক্রির অর্ধেক টাকা ভাগ চান। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাপ-ছেলের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবা শম্ভু চরণ উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে শম্ভু চরণ মারা যান। বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির পেছনে বাদাম গাছের ডালের সাথে গলাই রশি পেচিয়ে বিজয় আত্মহত্যা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার জিয়াউর রহমান নাগরিক টেলিভিশনকে বলেন,সুষ্ঠু তদন্তের স্বার্থে বাবা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রির্পোট হাতে পেলে মৃত্যুর সঠিত তথ্য পাওয়া যাবে।