Home » গাংনীতে আলগামন থামিয়ে  টাকা ছিনতাই

গাংনীতে আলগামন থামিয়ে  টাকা ছিনতাই

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 47 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় আলগামন (ব্যাটারিচালিত ভ্যান) থামিয়ে  বিমান নামে এক যাত্রীর কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিমানের বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে। তিনি নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান আলগামনে করে চোখতোলা এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় তারা জোরপূর্বক তার কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.